সকল মেনু

গফরগাঁওয়ে টিভি বিস্ফোরণে অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

হটনিউজ ডেস্ক:

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রবাসীর বাড়িতে টিভি বিস্ফোরণে অগ্নিকাণ্ডে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় আগুন নেভাতে গিয়ে ৮-৯ জন আহত হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গতকাল রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সালটিয়া ইউনিয়নের কালাইরপাড় গ্রামের হাজীবাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সালটিয়া ইউনিয়নের কালাইরপাড় গ্রামের হাজীবাড়িতে দুবাইপ্রবাসী মুর্তুজ আলম সোহাগের টিনশেড দালান ঘরে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিভি চলা অবস্থায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে ঘরের কাপড়চোপড় ও আসবাবপত্রে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন বাড়ির সাতটি কক্ষে ছড়িয়ে পড়ে ও ঘরে থাকা ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকারসহ সব কিছু পুড়ে যায়। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন স্যালো মেশিন দিয়ে পাশের পুকুর থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নেভায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের এক আত্মীয় বলেন, অগ্নিকাণ্ডে সব কিছু পুড়ে গেছে। এতে আনুমানিক ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

গফরগাঁও ফায়ার সার্ভিসের দলনেতা মুশফিকুর রহমান বলেন, বৈদ্যুতিক কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top