সকল মেনু

খাগাড়াছড়িতে গুলিতে ভূমিরক্ষা কমিটির সভাপতির স্ত্রী নিহত

হটনিউজ ডেস্ক:

খাগড়াছড়ির দীঘিনালায় সন্ত্রাসীদের গুলিতে ভূমিরক্ষা কমিটির সভাপতির স্ত্রী নিহত হয়েছেন। নিহতের নাম মোর্শেদা বেগম (৪০)।

শুক্রবার দিবাগত রাত ২টায় দীঘিনালার বাবুছড়া গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোর্শেদা বেগম ভূমিরক্ষা কমিটির সভাপতি মো. আবদুল মালেকের স্ত্রী। তার বাড়ি একই এলাকায়।

জানা যায়, রাত ২টায় দীঘিনালার বাবুছড়া গুচ্ছগ্রামে মোর্শেদা বেগমের পিঠে গুলি করে সশস্ত্র সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় মোর্শেদা বেগমকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার ছেলে মো. আহাদ আহত হয়।

তাকে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব বলেন, নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে।

তবে ধারণা করা হচ্ছে, পাহাড়ে বিবদমান রাজনৈতিক সংগঠনগুলোর এলোপাতাড়ি গোলাগুলিতে মোর্শেদা বেগম নামে ওই নারী নিহত হয়েছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top