সকল মেনু

হারানোর ১৪ বছর পর মানিব্যাগ ফেরত

হটনিউজ ডেস্ক:

২০০৬ সালের ঘটনা। মুম্বাইয়ে লোকাল ট্রেনে চলাচলের সময় মানিব্যাগ হারিয়ে যায় এক ব্যক্তির। ১৪ বছর পর তিনি মানিব্যাগ ফিরিয়ে দেওয়ার ফোনকল পেয়েছেন।

রেলওয়ে পুলিশ বলছে, ২০০৬ সালে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস -পানভেল ট্রেনে যাতায়াতের সময় হেমন্ত পেডেলকার তার মানিব্যাগ হারিয়ে ফেলেন।

ভাসি রেলওয়ে পুলিশ স্টেশনের কর্মকর্তা বিষ্ণু কিসেলকার বলেন, মানিব্যাগটি খুঁজে পাওয়া যায়। কিন্তু অভিযোগপত্রটি না পাওয়ায় সেটি ফিরিয়ে দেওয়া যায়নি। তবে এখন মালিকের ঠিকানা খুঁজে বের করে তার কাছে মানিব্যাগ পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, ২০০৬ সালে মানিব্যাগটি ট্রেনের মধ্যে চুরি হয়। এ ব্যাপারে ভাসি পুলিশ স্টেশনে অভিযোগ করা হয়। ওই সময় একজন ছিনতাইকারীকে আটক করে মানিব্যাগ উদ্ধারও হয়। তবে অভিযোগকারীর ঠিকানা খুঁজে না পাওয়ার কারণে মানিব্যাগটি হস্তান্তর করা সম্ভব হয়েছিল না।

তিনি আরো বলেন, নতুনভাবে পুলিশ ওই অভিযোগপত্রটি খুঁজে পায় এবং মানিব্যাগটি তার কাছে ফিরিয়ে দেয়।

সূত্র : এএনআই

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top