সকল মেনু

রাবি চিকিৎসকসহ পরিবারের ৭ জন করোনায় আক্রান্ত

হটনিউজ ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. তবিবুর রহমান শেখসহ পরিবারের ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দেওয়া রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসে।

ডা. তবিবুর রহমান শেখ সমকালকে বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি, তার স্ত্রী রেকসোনা খাতুন, দুই মেয়ে ডা. নওশীন রহমান নিঝুম ও ডা. নীকিতা রহমান, তার ছোট ভাইয়ের বউ, তাদের গাড়ির ড্রাইভার ও গৃহকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। সকলেই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, ‘আমি-আমার স্ত্রী, দুই মেয়ে ও মেয়ের জামাই সবাই ডাক্তার। সবাই নিয়মিত রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলাম। ফলে কার মাধ্যমে করোনা আক্রান্ত হয়েছি সেটা জানি না। আক্রান্ত সবাই ভালো আছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top