সকল মেনু

ছুটি বাড়ানোর সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে

চলমান ছুটি আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। সচিবালয়ের একাদিক উচ্চ পর্যায়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেছেন, প্রধানমন্ত্রীর সায় পেলে আগামিকাল বুধবার ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সূত্র জানায়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এর সঙ্গে ১ ও ২ মে শুক্র ও শনিবার মিলে ছুটি ২ মে পর্যন্ত বাড়ছে। বর্তমানে গত ২৬ মার্চ থেকে টানা ২৫ এপ্রিল পর্যন্ত ৩১ দিনের ছুটি চলছে। এর মধ্যে প্রথম দফায় ছুটি ঘোষণার পর আরো তিন দফা ছুটি বাড়ানো হয়। এবার চতুর্থদফা ছুটি বাড়ানো হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায়, ছুটি বাড়বে তা পরিস্থিতিরই দাবি। মানুষ যাতে ঢাকায় আসার জন্য কোনো প্রস্তুতি না নেন সেজন্য আগে-ভাগেই বাড়তি ছুটি ঘোষণা করা হবে।

এর আগে, এপ্রিলের শুরুতে গার্মেন্টস কর্মীদের ঢাকার দিকে রওনা হওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল সরকারকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top