সকল মেনু

করোনাভাইরাস: মৃতদের স্মরণে চীনে ৩ মিনিট নীরবতা

হটনিউজ ডেস্ক:

বিশ্বের ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। মৃত্যুবরণ করেছে ৫৯ হাজারের বেশি।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ব্যক্তিদের স্মরণে ৩ মিনিট নীরবতা পালন করলো চীনের নাগরিকরা। শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় এ তিন মিনিটের নীরবতা পালন করে চীনারা।
এসময়, নিহতদের স্বরণে সারা দেশবাসী যে যেখানে অবস্থান করছিলেন নীরব দাঁড়িয়ে শোক পালন করেন। সমস্ত যানবাহন বন্ধ হয়ে যায়। এরপর, গাড়ি, ট্রেন ও জাহাজের ভেঁপু বাজানো হয় এবং দেশের পতাকা অর্ধনর্মিত রাখা হয়।

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমে করোনায় আক্রান্ত হন এক ব্যক্তি। এরপর, ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। উহান হয়ে পড়ে এক আতঙ্কের নগরী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top