সকল মেনু

বিমানবন্দরে পরিচ্ছন্নতাকর্মীর জুতায় মিলল ৩২ সোনার বার

হটনিউজ ডেস্ক:

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক পরিচ্ছন্নতাকর্মীর জুতার ভেতর থেকে ৩২টি সোনার বার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে এক কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ওই পৌনে ৪ কেজি সোনা উদ্ধার করা হয়। আটক করা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচ্ছন্নতাকর্মী জনাথুন মুক্তি বারিকদারকে।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৮টার দিকে দুবাই থেকে আসা একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। কোনো এক যাত্রী এ সময় তার সিটের নিচে ওই স্বর্ণবারগুলো রেখে চলে যান।

তিনি জানান, যাত্রীর রেখে যাওয়া স্বর্ণ জুতার মধ্যে ঢুকিয়ে তা নিয়ে গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন ওই পরিচ্ছন্নতাকর্মী। এ সময় তল্লাশি করে সোনার বারগুলো উদ্ধার করা হয়। এই পরিচ্ছন্নতাকর্মী স্বর্ণ চোরাচালানকারি।

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান আলমগীর হোসেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top