সকল মেনু

হাসপাতাল ছাড়লেন সেই ঢাবি ছাত্রী

হট নিউজ ডেস্ক:

রাজধানীর কুর্মিটোলায় বিমানবন্দর সড়কের পাশে ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ছাত্রী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থেকে তিনি ছাড়পত্র পান।

হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার বোর্ড চিকিৎসকদের পরামর্শে মেয়েটিকে রিলিজ দেয়া হয়েছে। এছাড়াও পরবর্তীতে কোনো সমস্যা হলে তাকে আবারও আসতে বলা হয়েছে বলে জানান তিনি।

পরিচালক আরও জানান, যাওয়ার আগে ওই ছাত্রীর বাবা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশবাহিনী ও ঢামেক কর্তৃপক্ষের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে একটি চিঠি দিয়ে গেছেন।

এর আগে, গত রবিবার সন্ধ্যায় কুর্মিটোলা বাসস্টপে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ওই ছাত্রীকে মুখ চেপে রাস্তার পাশে নিয়ে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। এ ঘটনায় দেশব্যাপী আন্দোলনের ঝড় উঠে। এরপর বুধবার ভোর ৪টা ৫০ মিনিটে বিমান বন্দর সড়কের শেওড়া রেলক্রসিং এলাকা ধর্ষক মজনুকে গ্রেফতার করে র‌্যাব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top