সকল মেনু

চরভদ্রাসনে তথ্য কেন্দ্রের উঠান বৈঠক

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনে গ্রাম পর্যায়ের মহিলাদের নিয়ে তথ্য কেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার উপজেলা পরিষদ সভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তথ্য সেবা কর্মকর্তা মনিকা বসু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) ফারজানা নাসরিন।সভার শুরুতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা’র ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ ডকুমেন্টরী প্রদর্শন করা হয়।

পরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প(২য় পর্যায়)এর যৌতুক,বাল্য বিবাহ,নারীর অধিকার ও ক্ষমতায়ন সম্পর্কে সচেতনতা এবং প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে দ্রুত সেবা পাবার বিষয়ে বিষদ আলোচনা করেন প্রধান অতিথি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী, চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রওশনআরা বেগম, তথ্য সেবা সহকারী হিমা আক্তার ও জেসমিন আক্তার প্রমুখ ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top