সকল মেনু

রোহিঙ্গা সংকটে মধ্যস্থতার প্রস্তাব জাপানের

হটনিউজ ডেস্ক:

রোহিঙ্গাদের প্রত্যাবাসন তরান্বিত করতে প্রয়োজনে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, বাংলাদেশ জাপানের ওই প্রস্তাব বিবেচনা করবে। তবে তিনি মনে করেন, এর আগেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হয়ে যাবে।

রোহিঙ্গা সংকট সমাধানে জাপান রাজনৈতিক ভূমিকা রাখতে আগ্রহী কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘আমার মনে হয়, তাদের রাজনৈতিক সদিচ্ছা আছে। তারাও চায়, এ সমস্যার একটা দ্রুত সমাধান হোক। তারা একটি ভালো ভূমিকা পালন করতে পারে।’

উল্লেখ্য, জাপানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার মিয়ানমার যাচ্ছেন। মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে তারো কোনো কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top