সকল মেনু

মেহেরপুরে ‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি নিহত

হটনিউজ ডেস্ক:

মেহেরপুর জেলা শহরে দুগ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম হামিদুল ইসলাম (৩০)।

পুলিশের দাবি, নিহত হামিদুল মাদক ব্যবসায়ী। অভ্যন্তরীণ কোন্দলে দুগ্রুপের মধ্যে গোলাগুলিতে তার মৃত্যু হয়।

নিহত হামিদুল ইসলাম সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আরজ আলীর ছেলে। তার নামে সদর থানায় ১২টি মামলা রয়েছে।

সোমবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার গোভিপুর গ্রামের মাথাভাঙা মোড় নামক স্থানে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, সোমবার রাত ৩টার দিকে সদর উপজেলার গোভিপুর গ্রামে দুদল মাদক ব্যাবসায়ীদের মধ্য গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথাভাঙা মোড়ে গুলিবিদ্ধ হামিদুল ইসলামের মরদেহ দেখতে পায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক ভাগাভাগি নিয়ে দুপক্ষের মধ্য গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top