সকল মেনু

কুড়িগ্রাম নাগেশ্বরীতে জমি জমার বিরোধ নিয়ে সংঘর্ষে দুইজন গুরুতর আহত

ডা: জিএম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নে জমি জমার বিরোধে পূর্ব শত্রুতার জের নিয়ে রাতের অন্ধকারে সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয় । আহতরা কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে । পারিবারিক সূত্রে জানা যায় সন্তোষপুর ইউনিয়নের ছিলাখানা গ্রামের সৈয়দ আলীর পুত্র মোজাম্মেল হক(মোয়াজ্জেম) নাগেশ্বরী উপজেলাধীন রাঙালের বস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত । চাকুরির কারনে তিনি ন্বপরিবারে রায়গঞ্জে বাসা ভাড়া নিয়ে অবস্থান করেন । শনিবার রাত ১০ টার দিকে বাড়ী থেকে বের হয়ে তার ভাতিজা হানিফসহ মোটর সাইকেল যোগে বায়গঞ্জে যাওয়ার পথে ছিলাখানার পূর্বে বড় ব্রীজের পাশে পূর্ব প্রস্তুতি নিয়ে ওৎ পেতে থাকা চার/পাঁচজন সন্ত্রাসী আঘাতকারী প্রধান ১। আশরাফ আলী (৩৫), পিতা: হানিফ আলী, ২। আলতাফ হোসেন (৪৫), পিতা : হানিফ আলী, তার পথ রোধ করে এবং হত্যার উদ্দ্যেশ্যে গলায় ছরি ধরে এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে সজোরে তাদেরকে আঘাত করে । প্রধান শিক্ষকের আত্তচিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায় । স্থানীয়রা তাদেরকে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রাতেই উভয়কে কুড়িগ্রাম সদর হাসপাতালে স্তানান্তর করে । প্রধান শিক্ষকের মাথায় বেশ কয়েকটি সেলাই দেয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে রোগীর অবস্থা আশংকাজনক । এ বিষয়ে নাগেশ্বরী থানায় একটি মামরা দায়ের করা হয়েছে ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top