সকল মেনু

কুড়িগ্রামের রৌমারীতে ৩৫ বিজিবি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

কুড়িগ্রাম প্রতিনিধি: ”অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এই স্লোগানে” বাংলাদেশ স্বল্পউন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় বিশেষ সেবা সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে কুড়িগ্রামের চরাঞ্চলে ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন করেছে করেছে বিজিবি। ময়মনসিংহ সেক্টর, উত্তর-পূর্ব রিজিয়ন, ৩৫ বর্ডার গার্ড ব্যাটলিয়ান, জামালপুর শনিবার দিনব্যাপী রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাচারী মাঠে এ ক্যাম্পেইন আয়োজন করে। ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন বিজিবি ময়মনসিংহ অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত এসএমও মেজর ডাঃ মোনতাসীর হোসেন এমপিএইচ, রৌমারী হাসপাতালের মেডিক্যাল অফিসার রাকিবুল হাসান ও সহকারী মেডিক্যাল অফিসার ল্যান্স নায়েক আব্দুল জব্বার। এসময় চরাঞ্চলের ৫ শতাধিক মানুষের মাঝে চিকিৎসা প্রদানের পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top