সকল মেনু

জেলা প্রশাসক বিল্লাল হোসেন কে বিদায়ী সংবর্ধনা প্রদান

unnamed সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সন্ধ্যায় শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালনের সভাপতিত্বে এই বিদায়ী সংবর্ধনা  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবু নুর মোহাম্মদ শামছুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান,সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি প্রফেসার করুনা রানী সাহা,জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের ডেপুটি কমান্ডার গাজী আশরাফুল ইসলাম চৌধুরী জগলু,জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের আহবায়ক ডঃ জান্নাত আরা তালুকদার হেনরী,বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য  মোমিন বাবু,সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আসাদ উদ্দিন পবলু, জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সাংবাদিক হীরক গুন। অনুষ্ঠান পরিচালনা করেন সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সদস্য সচিব দিলীপ গৌর ও রেনেসা। শুরুতে জেলা শিল্পকলা একাডেমির পক্ষে জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানান জেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সাংবাদিক হীরক গুন, উপহার সামগ্রী  তুলে দেন জেলা কালচারাল অফিসার মাহমুদল হাসান লালন,সিরাজগঞ্জ নাট্য ফেডারেশানের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের সাধারন সম্পাদক ইমরান মুরাদ ও সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌর,সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের পক্ষে শুভেচ্ছা জানান সংগঠনের আহবায়ক ডঃ জান্নাত  আরা তালুকদার হেনরী ও সদস্য সচিব দিলীপ গৌর, সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের পক্ষে  উত্তরীয় পরিয়েদেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কবি টি এম মোয়াজ্জেম হোসেন ও মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চৌধুরী জগলু,সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষে শুভেচ্ছা জানান সংগঠনের সভাপতি আসাদ উদ্দিন পবলু ও সাধারন সম্পাদক ইমরান মুরাদ.জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ এর পক্ষে শুভেচ্ছা জানান কানিজ ফাতেমা মুন্নী,আল্পনা ভেীমিক ও নুর ই আলম হীরা। সংবর্ধনা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের শিক্ষার্থীবৃন্দ,আবৃত্তি করেন কবি টি এম মোয়াজ্জেম হোসেন এবং সংগীত পরিবেশন করেন মোহনা,সৃষ্টি,নুরুল হুদা,ডঃজান্নাত আরা তালুকদার হেনরী এবং হানিফ মোহাম্মদ। এসময় জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন বলেন ভৌগলিক অবস্থানের কারনে সিরাজগঞ্জ ভবিষ্যতে একটি উৎপাদন শীল জেলায় পরিণত হবে। এই জেলা উন্নায়নের একটি রোল মডেল হবে। তিনি বলেন এই জেলা সাংস্কৃতির একটি উর্বর ভুমি। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে সাংস্কৃতির ক্ষেত্রে এই জেলা আরও এগিয়ে যাবে। তিনি বলেন জঙ্গীবাদ দমনে সাংস্কৃতিক কর্মীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। তাই সাংস্কৃতির ক্ষেত্রে সকলকে সহযোগীতা করতে হবে। এসময় তিনি বলেন বিভিন্ন উপজেলায় নির্বাহী অফিসারের দায়িত্বপালন কালে উপজেলাগুলোতে সাংস্কৃতিক উৎসব করতে পারলেও একাধিকবার নাট্য উৎসব করতে গিয়েও শেষ পর্যন্ত করতে পারিনি তাই একটা অপুর্ণতা থেকেই যেতো। সিরাজগঞ্জে আসার পর সেই অপুর্ণতা আমার পুর্ণ হয়েছে এখানে নাট্য লোক,তরুন সম্প্রদায় এবং নাট্য নিকেতন এর যুগপুর্তি নাট্য উৎসব আমার সময়ে হয়েছে। একই বছরে ৩ টি নাট্যউৎসব আমার অপুর্ণতাকে পুর্ণ করে দিয়েছে সেই জন্য আমি জেলার নাট্য সংগঠনগুলোর কাছে কৃতজ্ঞ। সিরাজগঞ্জের মাটি ও মানুষ আমার কাছে চিরস্মরনীয় হয়ে থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top