সকল মেনু

ঠাকুরগাঁওয়ে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুরের মোলানী সীমান্তে জামাল ওরফে পিচ্চি জামাল (২৫) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সদস্য।

শনিবার ভোরে সে মলানী সীমান্তের ৩৭১ নং মেইন পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়।

আটক জামাল হরিপুর উপজেলার গেদুড়া কাঠালডাঙ্গী গ্রামের মুঞ্জুর আলীর ছেলে।

জানা গেছে, পিচ্চি জামাল দীর্ঘদিন ভারতে ইটভাটায় কাজ শেষে অবৈধভাবে বাড়ি ফিরছিল। শনিবার ভোরে সে ৩০-বিজিবির আওতাধীন  মলানী সীমান্তের ৩৭১ নং মেইন পিলার  এর ২০০ গজ ভারতীয় অভ্যন্তরে পৌঁছলে ১৪৬ নারগাঁও বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।

৩০-বিজিবির মোলানী কোম্পানি কমান্ডার জানান, বিএসএফ আটক ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের  কাছে হস্তান্তর করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top