সকল মেনু

চাঁপাইনবাবগঞ্জে মাদক দ্রব্য ধ্বংস কার্যক্রম উদ্বোধন করলেন আইজিপি

unnamedচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ  কে  এম  শহীদুল হক বিপিএম, পিপিএম, চাঁপাইনবাবগঞ্জ  জেলার গোমস্তাপুর  থানাধীন  রহনপুর  তদন্ত কেন্দ্র ভবন উদ্বোধন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আগমন করেন। রহনপুর  তদন্ত কেন্দ্র উদ্বোধনের প্রাক্কালে   ১৫.০০ ঘটিকার সময় চাঁপাইনবাবগঞ্জ  সদর কোর্ট প্রাঙ্গনে চাঁপাইনবাবগঞ্জ  জেলা পুলিশ কর্তৃক  বিভিন্ন   সময়ে  উদ্ধারকৃত বিপুল   মাদক  দ্রব্য  ধ্বংস  কার্যক্রমের  উদ্বোধন করেন। ধ্বংসকৃত  মাদক দ্রব্যের মধ্যে রয়েছে  ৪০,১৮৭ বোতল ফেন্সিডিল,  ১৫৬ কেজি গাঁজা,  ২,১৩৫ পিস ইয়াবা,   ১২০ গ্রাম হিরোইন,  ৯৯০ বোতল মদ(দেশী ও বিদেশী)  ৯৩৪ পিস ইঞ্জেকশন ও  বিয়ার যার সর্বমোট আনুমানিক মূল্য ২,৩০,০০,০০০/- টাকা। এ সময় আরো উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল ওদুদ বিশ্বাস, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদহোসেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি( প্রসাশন ও অর্থ) মোঃ মাসুদুর রহমান ভুঞা ও অতিরিক্ত ডিআইজি(অপরাধ ও অপারেশন)  মোঃ নিশারুল আরিফ,  জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম, সিও বিজিবি, সিও র‌্যাব-৫ সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা। মাদ্রক দ্রব্য ধ্বংস কার্যক্রম উদ্বোধন করার পর সাংবাদিকদের উদ্দেশ্যে আইজিপি মহোদয় বলেন,  আজকে বিপুল পরিমাণ মাদক  দ্রব্য ধ্বং করা হলো। এই মাদক দ্রব্য আমাদের তরুণ প্রজন্মকে ধবংস করে।  এর ফলে একটি পরিবার ধ্বংস হয়ে যায়। এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী অক্লান্তভাবে কাজ করে  যাচ্ছে।  চাঁপাইনবাবগঞ্জ একটি সীমান্তবর্তী  জেলা। মাদক দ্রব্য কোথা থেকে আসে তা আমরা জানি। এই জন্য আমরা বিজিবি, র‌্যাব, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ অন্যান্যদের  সাথে আলোচনা করেছি। কমিউনিটি পুলিশিং এর সদস্যদের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top