সকল মেনু

সাতক্ষীরা সীমান্তে স্বর্ণসহ এক চোরাকারবারি আটক

download

ভারতে পাচারকালে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে ১৬ কেজি ৩১৮ গ্রাম স্বর্ণসহ আলিউজ্জামান নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।

আটক আলিউজ্জামান কলারোয়া উপজেলার কেড়াগাছি সীমান্ত এলাকার শফিকুল ইসলামের ছেলে।

সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা সামসুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তুইগাছা বিজিবি ক্যাম্পের সামনে টহলরত হাবিলদার আকরাম হোসেনসহ বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেল থামিয়ে আলিউজ্জামানকে চ্যালেঞ্জ করে। মোটরসাইকেলসহ তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায় বিজিবি।

পরে তার মটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচেসহ মোটরসাইকেলের বিভিন্ন স্থান থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৬ কেজি ৩১৮গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণের বাজার মূল্য প্রায় ৬ কোটি ৩৪ লাখ টাকা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সামসুল আলম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top