সকল মেনু

কোটালীপাড়ায় ইনকিউবেটরে মুরগীর বাচ্চা উৎপাদন শুরু

 index গৌরাঙ্গ লাল দাস, গোপালগঞ্জ প্রতিনিধি:  গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে স্থাপিত ইনকিউবেটরে মুরগীর বাচ্চা উৎপাদন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান চৌধুরী উৎপাদিত মুরগীর বাচ্চা খামারিদের হাতে তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিক্রয় কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৌরেন্দ্রনাথ সাহা উপস্থিত ছিলেন। ডা.সৌরেন্দ্রনাথ সাহা বলেন, এই ইনকিউবেটরে প্রতিমাসে ২৪ হাজার মুরগীর বাচ্চা উৎপাদিত হবে। এই উৎপাদিত মুরগীর বাচ্চা উপজেলার মুরগীর খামারীরা স্বল্পমূল্যে ক্রয় করতে পারবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top