সকল মেনু

নগরকান্দায় প্রায় ৪০ শিক্ষার্থী অসুস্থ

1454746752 লিয়াকত হোসেন, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ উপজেলার ডাঙ্গি ইউনিয়নের বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক  শিক্ষার্থী ৬ ফেব্রুয়ারী শনিবার বিদ্যালয় চলাকালীন সময়ে হঠাৎ করে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। দ্রুত চিকিৎসার জন্য অসুস্থদেরকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে , সকাল ১০ টায় বিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থী সমাবেশ শেষে সবাই শ্রেণী কক্ষে প্রবেশ করার পর প্রথমেই  ৭ম শ্রেণীর কয়েকজন ছাত্রী অসুস্থ হওয়ার কথা শোনা যায়। তার পর পরই বিভিন্ন শ্রেণীর বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় বিদ্যালয় কতৃপক্ষ উপজেলা সদরে বিভিন্ন দপ্তরে ফোনের মাধ্যমে বিষয়টি অবহিত করেন এবং অসুস্থদের দ্রুত চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহন করেন। নগরকান্দা উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জরুরী মেডিক্যাল টিম ও এ্যম্বুলেন্স জরুরী আপদকালীন সময়ে বিদ্যালয়ে উপস্থিত হয় বলেও জানা গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সরদার বলেন , অজ্ঞাত রোগটিতে  শিক্ষার্থীরা হঠাৎ মাথাঘুরে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে , আমরা কোনরকম দেরী না করেই তাৎক্ষনিক অসুস্থদের ফরিদপুর মেডিক্যালে প্রেরণ করার ব্যবস্থা করেছি। মেডিক্যাল টিমের প্রধান নগরকান্দা উপজেলা আবাসিক মেডিক্যাল অফিসার মেহেদী হাসান জুয়েল এ বিষয়ে বলেন , ঠিক এই মুহুর্তে কোনরকম পরীক্ষা নিরীক্ষা ছাড়া আমরা বলতে পারছিনা কেন এত শিক্ষার্থী একসাথে অসুস্থ হয়েছে, তবে অসুস্থ সকলেই চিকিৎসাধীন রয়েছে।  শিক্ষার্থীদের হঠাৎ অসুস্থ হওয়ার ঘটনায় এলাকায়  আতঙ্ক বিরাজ করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top