সকল মেনু

ভাঙ্গা কলেজের ৫০ বছর পূর্তি উৎযাপন

pic-753-429x300লিয়াকত হোসেন,নগরকান্দা ও ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুর জেলার  ভাঙ্গা উপজেলার কাজী মাহাবুবউল্যা মহাবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তি উৎসব পালন করে কলেজটি। বর্ণাঢ্য আয়োজনকে ঘিরে স্থানীয় জনতা ও প্রতিষ্ঠানের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। দুই দিন ব্যাপী আয়োজনের মধ্যে ছিল স্মৃতিচারণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশ বরেণ্য শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ২৯ জানুয়ারী শুক্রবার সকালে বর্ণাঢ্য এই ঐতিহাসিক আয়োজনের শুভ উদ্বোধক ও অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার শোশাররফ হোসেন, এমপি। সাবেক এমপি ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডঃ কাজী শহিদুল্লাহ, সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতি: সচিব মজিবর রহমান। অনুষ্ঠানের প্রথম দিনে উদ্বোধন শেষে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন এই মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ভাঙ্গাবাসীর মন কেড়ে নেয়। গান গেয়ে হাজার হাজার দর্শকের হৃদয় কেড়ে নেয় খ্যাতিমান শিল্পী মনির খান, স্মরণ , পড়শি এবং রিঙ্কু। এসময় নৃত্য পরিবেশন করেন বিশিষ্ট নৃত্যশিল্পি ক্যামেলিয়া লিমা ও সজিব। যাদু প্রদর্শনে দর্শককে মুগ্ধ করেন উদিয়মান যাদুশিল্পী এম, আলমগির হোসেন। কৌতুক পরিবেশনে ছিলেন জনি চাপলীন। অনুষ্ঠানের ২য় দিন ৩০ জানুয়ারী পূর্ব নির্ধারিত কর্মসূচী মতই শুরু হয়। অনুষ্ঠানের সমাপনী দিনে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন গাজি টিভির চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী, এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক এ,কে আজাদ ও বিশিষ্ট ব্যবসায়ী আলীমুজ্জামান। সমাপনি দিনে মহাবিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী (১৯৬৫- ব্যাচ) দের ক্রেষ্ট প্রদান করা হয়। ২য় দিন সন্ধ্যার পরিবেশনায় শিল্পী তালিকায় নতুন সংযোজিত হয়  জনপ্রিয় শিল্পী সালমা, নকুল কুমার বিশ্বাস ও স্মরণ। পুরো অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন এটিএন বাংলার উপস্থাপিকা হৃদী রাজ। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মোসায়েদ হোসেন ঢালী সহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ। কেএম কলেজের ৫০ বছর পূর্তীতে ২ দিন ব্যাপী অনুষ্ঠানে ছিল জনতার ঢল আর বাঁধ ভাঙ্গা উল্লাস ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top