সকল মেনু

সংসদে হাসিনা-রওশন হঠাৎ বৈঠক

২৮নিজস্ব প্রতিবেদক,  হটনিউজ২৪বিডি.কম ২৭ এপ্রিল : সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আকস্মিক বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

মঙ্গলবার সন্ধ্যায় সংসদে প্রধানমন্ত্রীর লবিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় আধা ঘণ্টাঙব্যাপী দু’জন একান্তে আলাপ করেন।

বৈঠক থেকে বেরিয়ে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সাংবাদিকদের বলেন, ময়মনসিংহের উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলাপের জন্য প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। ব্রহ্মপুত্র নদ শুকিয়ে গেছে, সেটি তাকে অবহিত করেছি। পাশাপাশি ময়মনসিংহে একটি শিক্ষাবোর্ড করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছি।

এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান রওশন।

এদিকে প্রধানমন্ত্রী ও রওশন এরশাদের আকস্মিক বৈঠক নিয়ে জাতীয় পার্টির মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top