সকল মেনু

সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন

3134

ঢাকা, ২০ অক্টোবর ২০১৫, নিরাপদনিউজ : সপ্তম পঞ্চবার্ষিক (২০১৫-২০২০) পরিকল্পনার ৩২ লাখ কোটি টাকার চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনএসি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনএসি’র সভায় এ অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, ২০১৫-১৬ অর্থবছরকে ভিত্তি করে এবারের পঞ্চবার্ষিক পরিকল্পনায় ৩১ লাখ ৯০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রাক্কলন করা হয়েছে।
মোট বিনিয়োগের ৭৭ দশমিক তিন ভাগ আসবে বেসরকারি খাত থেকে, আর বাকি ২২ দশমিক সাত ভাগ সরকারি খাত থেকে আসবে বলে এসময় জানান পরিকল্পনামন্ত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top