সকল মেনু

পূজা উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

পূজা উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর
পূজা উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

ব্রাহ্মণবাড়িয়া, ১৯ অক্টোবর ২০১৫, নিরাপদনিউজ : শারদীয় দুর্গাপূজা ও পবিত্র আশুরা উপলক্ষে দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
সোমবার থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত এ বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল জানান, দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী ১৯-২৮ অক্টোবর আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ২৯ অক্টোবর থেকে পুনরায় বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রোববার হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আট দিন বন্ধ রাখার ঘোষণা দেন ব্যবসায়ীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top