ঢাকা, ১৯ অক্টোবর ২০১৫, নিরাপদনিউজ : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বেতন বাড়িয়ে আলাদা দু’টি আইন সংশোধন প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। এছাড়াও স্পিকার, সুপ্রিম কোর্টের বিচারপতি ও সংসদ সদস্যদের বেতন বাড়িয়ে আলাদা আইন সংশোধন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
নতুন বেতন কাঠামোয় রাষ্ট্রপতির ১ লাখ ২০ হাজার এবং প্রধানমন্ত্রীর বেতন ১ লাখ ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইন অনুমোদন দেওয়া হয়।
বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা এ তথ্য দেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।