সকল মেনু

আজ শুভ মহালয়া

আজ শুভ মহালয়া
আজ শুভ মহালয়া

ঢাকা, ১২ অক্টোবর ২০১৫, নিরাপদনিউজ : আজ শুভ মহালয়া। এদিন শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানো হয়। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূণ্যলগ্ন মহালয়া। পুরাণ মতে, মহালয়া থেকে দুর্গাপূজার দিন গণনা শুরু হয়।
আগামী ১৮ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হবে।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আজ ভোর ৬টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে দেশের অন্যান্য মন্দিরেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন রয়েছে। মহালয়া উপলক্ষে বনানী মাঠে দেবীবরণের আয়োজন করেছে গুলশান-বনানী সার্বজনীন পূজা পরিষদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top