ঢাকা, ১৩ অক্টোবর ২০১৫, নিরাপদনিউজ : নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, আইন অনুযায়ী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ২৫০টির মতো পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।
শাহ নেওয়াজ বলেন, ‘ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ২৫০টির মতো পৌরসভায় নির্বাচন হবে। কারণ, আইন অনুযায়ী, ওই সময়ের মধ্যেই নির্বাচন করতে হবে। নির্বাচন হবে দলীয় প্রতীক নিয়ে। এক্ষেত্রে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান বা অন্য পদগুলোর জন্য আলাদা রঙের ব্যালট পেপার থাকবে।’
তিনি বলেন, ‘দলীয়ভাবে স্থানীয় নির্বাচনের জন্য আইন সংশোধন করা হচ্ছে। এজন্য আমাদেরও কিছু বিধি সংশোধন করতে হবে। সংশোধন করেই নির্বাচন করা হবে। কিছু সমস্যা থেকে গেলেও প্রয়োজনে বেশি লোকবল নিয়োগ করা হবে।’
শাহ নেওয়াজ আরো বলেন, ‘আইন না হয়ে অধ্যাদেশ হলেও বেশি পরিশ্রম করে নির্বাচন করব, যাতে সঠিক সময়ে সঠিকভাবে নির্বাচন করতে পারি।’
তবে কয় ধাপে নির্বাচন হবে সে সিদ্ধান্ত এখনো হয়নি। এ সিদ্ধান্ত কমিশনের বৈঠকে নেয়া হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।