সকল মেনু

মহালয়ায় সত্য ও শুভ শক্তির জয় কামনা করেছেন তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

ঢাকা, ১২ অক্টোবর ২০১৫, নিরাপদনিউজ : মহালয়া উপলক্ষে সত্য ও শুভশক্তির জয় কামনা করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি আজ বনানী পূজামন্ডপে মহালয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
সনাতন ধর্মমতে দেবী দূর্গার মর্ত্যে আগমন উপলক্ষে বনানী-গুলশান সার্বজনীন পূজা উদযাপন পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে তিনি সকল ধর্মের লক্ষ্যকে অভিন্ন উল্লেখ করে বলেন, ‘বিভিন্ন পথ-মতে চললেও সবাই সত্যের দিকে ধাবিত।’
মহালয়া বরণানুষ্ঠান উদ্বোধনকালে মন্ত্রী বলেন, ‘সর্বমঙ্গলদায়িনী, দুর্গতিনাশিনী দশভুজা দেবীদূর্গা অসুরকে বধ করে মর্ত্যে ন্যায় প্রতিষ্ঠা করেন। দুর্গাদেবীর আগমনের অর্থ অসুর ও মন্দের পরাজয় এবং সত্য ও সুন্দরের বিজয়।
হাসানুল হক ইনু বলেন, ‘একাত্তরের মহাযুদ্ধের পর ধর্ম-বর্ণ-গোত্রের ব্যবধান অতিক্রম করে মানুষে মানুষে ভ্রাতৃত্ববোধেই সংবিধানে ধর্ম নিরপেক্ষতা সন্নিবেশ করা হয়েছিল। কিন্তু ধরাধামে মাঝে-মাঝেই অশুভ শক্তি আসে।
তিনি বলেন, ‘একাত্তরে অসুররূপে রাজাকারেরা, পঁচাত্তরে অসুররূপে ঘাতকেরা, একুশে আগস্টের অসুররূপে শেখ হাসিনাকে হত্যা চেষ্টাকারীরা এবং সাম্প্রতিককালে আগুনযুদ্ধের অসুররূপে আগুন সন্ত্রাসীরা আবির্ভূত হয়েছিল। আমাদের সকলের মিলিত প্রচেষ্টায় অসুরদের পরাজয় ঘটেছে।’
সকলে শান্তিতে ও নিরাপদে পূজা উদযাপন করবে আশা প্রকাশ করে তথ্যমন্ত্রী বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির তীর্থভূমি বর্ণনা করে বলেন, এবার দেশে ২৮ হাজারেরও বেশী মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং সকল স্থানে সুসমন্বিত নিরাপত্তার জন্য সরকার ও প্রশাসন জনগণের পাশে রয়েছে।
তিনি বলেন, এবার শারদীয় উৎসব উপলক্ষে যে বিপুল পরিমাণ বিদেশী পর্যটনে এসেছেন, তা খুবই উৎসাহব্যঞ্জক’।
বনানী-গুলশান সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ এবং সাধারণ সম্পাদক সুধাংশু কুমার দাসের আহ্বানে তথ্যমন্ত্রীসহ আগত অতিথিবৃন্দ মঙ্গল প্রদীপ জ্বেলে মহালয়ার মুহূর্তকে বরণ করেন। মনোজ সেনগুপ্তের পরিচালনায় মনোজ্ঞ পূজার গান, গীতিকাব্য ও নৃত্য পরিবেশিত হয়।-বাসস

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top