সকল মেনু

অবৈধ বিদেশিদের সঠিক তালিকা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল -ফাইল ফটো
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল -ফাইল ফটো

ঢাকা, ১১ অক্টোবর ২০১৫, নিরাপদনিউজ : বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের সরকারের হাতে সঠিক কোনো তালিকা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এদেশে যেসব বিদেশি কারাগারে রয়েছেন, তাদের অনেকের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে। এরপর সংশ্লিষ্ট দূতাবাসকে বিষয়টি অবহিত করা হয়েছে। তবে তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছেন না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top