ঢাকা, ০৭ অক্টোবর ২০১৫, নিরাপদনিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে কোনো ধরনের ষড়যন্ত্র করে কিছু করা যাবে না।
তিনি আজ বুধবার মিরপুর ডিফেন্স অফিসার হাউজিং সোসাইটিতে (ডিওএইচএস) শহীদ সামরিক কর্মকর্তাদের পরিবারের কাছে ফ্ল্যাট হস্তান্তর ও ‘শেখ হাসিনা কমপ্লেক্স’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রতিনিয়ত সন্ত্রাস, জঙ্গিবাদসহ নানা ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। ষড়যন্ত্র মোকাবেলায় যে শক্তি ও কর্মঘণ্টা ব্যয় হয়, তা করতে না হলে আমরা বাংলাদেশকে বিশ্বের দরবারে আরও এগিয়ে নিয়ে যেতে পারতাম।
রাজধানীতে বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে শেখ হাসিনা বলেন, এটা কোনো দুর্ঘটনা নয়। যখনই আমরা কোনো কিছু অর্জন করি, তখনই এ ধরনের ঘটনা ঘটানো হয়। একটি মহল পরিকল্পিতভাবে এসব ঘটিয়ে আসছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।