সকল মেনু

বিজয়া দশমীর ছুটি ২২ অক্টোবর

বিজয়া দশমীর ছুটি ২২ অক্টোবর
বিজয়া দশমীর ছুটি ২২ অক্টোবর

ঢাকা, ০৫ অক্টোবর ২০১৫, নিরাপদনিউজ : হিন্দুসম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার দশমী ২২ অক্টোবর। সে হিসাবে বিজয়া দশমীর সরকারি ছুটি ২২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
এর আগে এ বছরের সরকারি ছুটির তালিকায় ২৩ অক্টোবর বিজয়া দশমীর সরকারি ছুটির দিন নির্ধারিত ছিল। কিন্তু হিন্দুধর্মের তিথি বা ক্ষণগণনা অনুযায়ী, বিজয়া দশমীর নতুন দিন নির্ধারিত হওয়ায় সরকারি ছুটির দিনও বদলে গেল।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এজেন্ডার বাইরে বিষয়টি নিয়ে আলোচনার পর নতুন এই ছুটির দিনের সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ-সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এসব কথা জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top