চট্টগ্রাম, ৩ অক্টোবর ২০১৫, নিরাপদনিউজ : সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে দীর্ঘ প্রতিক্ষীত ট্যানেলের নির্মাণ কাজ আগামী ডিসেম্বরে উদ্বোধন করা হবে।
৩.৫ কিলোমিটার দীর্ঘ এই ট্যানেলটি নির্মাণে ব্যয় হবে ৮ হাজার ৫শ’ কোটি টাকা। ২০২০ সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে।
মন্ত্রী আজ এখানে বাংলাদেশ নৌবাহিনীর ইসা খান ঘাঁটির প্রশিক্ষণ ব্লক মিলনায়তনে ট্যানেল সংক্রান্ত রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট আগামী নভেম্বরে যৌথভাবে নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
কাদের আরো বলেন, সরকার চট্টগ্রামের মিরসরাই থেকে কক্সবাজার পর্যন্ত আরো একটি সড়ক নির্মাণ করা হবে। পাশাপাশি করেরহাট-রামগড়-খাগড়াছড়ি সড়ক চারলেন করা হবে।
সড়ক পরিবহন এবং সেতু সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।-বাসস
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।