সকল মেনু

মিনায় পদদলিত হয়ে নিহতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি

মিনায় পদদলিত হয়ে নিহতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি
মিনায় পদদলিত হয়ে নিহতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি

২৯ সেপ্টেম্বর ২০১৫, নিরাপদ নিউজ :  সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি বলে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ অ্যাম্বাসি।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ জনের মধ্যে ১৩ জনের নাম পাওয়া গেছে। বাকিমের নাম এখনো পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি কর্তৃপক্ষ এখনো নিহতদের সব ছবি প্রকাশ করেনি। খুব শিগগিরই তারা ছবি ও নিহতদের মৃতদেহের ছবি প্রকাশ করবে। এতে বাংলাদেশিদের নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মক্কায় নিহতদের মধ্যে আরো কোনো বাংলাদেশি আছেন কিনা খতিয়ে দেখতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও বাংলাদেশ হজ মিশন এক সঙ্গে কাজ করছে। আহতদের মধ্যে ৩৩ বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে চিকিৎধীন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top