২৪ সেপ্টেম্বর ২০১৫, নিরাপদনিউজ : জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে তিনি এখন নিউইয়র্কে রয়েছেন। সেখানেই আজ বৃহস্পতিবার দ্বি-পাক্ষিক বৈঠকে বসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নিউ ইয়র্ক সময় বৃহস্পতিবার সকালে দ্বি-পাক্ষিক বৈঠক করার কথা রয়েছে এই দুই নেতার।
বৈঠকের ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে সরকারি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে (নিউইয়র্ক সময়) হোটেল ওয়ালড্রফ অ্যাস্টোরিয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এ হোটেলেই এ দুই নেতা অবস্থান করছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত রাতে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি নিউইয়র্ক পৌঁছেছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।