সকল মেনু

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহসিন আলীর জানাজা অনুষ্ঠিত

মহসিন আলীর জানাজা অনুষ্ঠিত
মহসিন আলীর জানাজা অনুষ্ঠিত

১৬ সেপ্টেম্বর ২০১৫, নিরাপদ নিউজ : সমাজকল্যাণমন্ত্রী মন্ত্রী সৈয়দ মহসিন আলীর দ্বিতীয় জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ১০টার দিকে এ জানাজা অনুষ্ঠিত হয়। এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রিসভার সদস্যরা তাঁকে শ্রদ্ধা জানান। এর আগে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়।

এর পর তাঁর মরদেহ মৌলভীবাজারে দর্জিমহলের বাড়িতে নেয়া হবে। বিকাল ৪টায় মৌলভীবাজার সরকারি স্কুলের মাঠে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এর পর রাষ্ট্রীয় মর্যাদায় হজরত সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজারে মা-বাবার কবরের পাশে তাঁর মরদেহ সমাহিত করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top