১৪ সেপ্টেম্বর ২০১৫, নিরাপদনিউজ : সৌদি আরবের আকাশে রোববার চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ২৩ সেপ্টেম্বর হজ ও ২৪ সেপ্টেম্বর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সবকয়টি দেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
সৌদি আরবের উম্মুল ক্বোরা পঞ্জিকা অনুযায়ী সোমবার জিলহজ্ব মাসের শুরু হবার কথা থাকলেও রবিবার সন্ধ্যার আকাশে জিলহজ্ব মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে আগামী মঙ্গলবার থেকে জিলহজ্ব মাস শুরু হবে।
সে হিসেবে জিলহজ্ব মাসের ৯ তারিখ অর্থাৎ ২৩ সেপ্টেম্বর পবিত্র হজ্ব এবং পরের দিন ঈদুল আযহা অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।