সকল মেনু

ব্রাহ্মণবাড়িয়ায় বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া, ০৩ সেপ্টেম্বর ২০১৫, নিরাপদনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলজংশনে একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।
বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চট্টগ্রামের ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেনের তিনটি বগি বেলা পৌনে ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনে বিকট শব্দে লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
তিনি আরো জানান, আখাউড়া লোকোসেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য কাজ করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top