সকল মেনু

কোটালীপাড়ায় স্কুলের উদ্বোধন

indexগৌরাঙ্গ লাল দাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামে সানফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার স্কুল চত্ত্বরে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল লতিফ পায়রা উড়িয়ে স্কুলটির উদ্বোধন করেন। সানফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি মোঃ রেজাউল করিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব কামাল হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা,কোটালীপাড়া শিক্ষক সমিতির সভাপতি নন্দলাল বিশ্বাস, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন তালুকদার,সানফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মামুনুর রশীদ শিকদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আশরাফউজ্জামান বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top