গৌরাঙ্গ লাল দাস, গোপালগঞ্জ প্রতিনিধি: বেতনস্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পূনর্বহালসহ ৭দফা দাবীতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সরকারি ১৬টি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। আজ বুধবার উপজেলা পরিষদ চত্ত্বরে দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত ঘন্টা ব্যাপী চলে এ মানববন্ধন । এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিত কুমার মল্লিক, উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাকচী, উপজেলা কৃষি অফিসার রথীন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৌরেন্দ্র নাথ সাহা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কৃষ্ণকান্ত সরকার, সাধারণ সম্পাদক কাজী সাফায়েত হোসেন বক্তব্য রাখেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।