লিয়াকত হোসেন, নগরকান্দা থেকে: দল থেকে বহিষ্কার হলেন নগরকান্দা পৌরসভার আ’লীগ বিদ্রোহী মেয়র প্রার্থী পৌর যুবলীগ সভাপতি মুরাদ হোসেন বিকুল। গতকাল রবিবার সকালে নগরকান্দা আ’লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এ ঘোষনা দেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া। এ সময় তিনি বলেন দলীয় নির্দেশ এবং মতামত উপেক্ষা করে পৌরসভা নির্বাচনে অংশ নেয়ার অপরাধে পৌর যুবলীগ সভাপতি মুরাদ হোসেন বিকুলকে দলীয় হাই কমান্ডের নির্দেশে তাকে দল থেকে বহিগষ্কার করা হয়েছে। এ সময় আরো নির্দেশ দেয়া হয় পৌরসভা এলাকায় বা বাইরে সাবেক পৌর যুবলগি সভাপতির নামের সকল প্রকার ব্যানার ,ফেষ্টুন এবং পোষ্টার অপসারণ করা হবে। সকল দলীয় নেতা কর্মীকে বহিষ্কৃত যুবলীগ নেতার সাথে রাজনৈতীক সম্পর্ক ছিন্ন করার জন্য অনুরোধ জানানো হয়। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় পৌর যুবলীগ সাংগঠনিক সম্পাদক বাবুল মাতুব্বর বলেন, দলীয় নির্দেশ যেই অমান্য করবে, তাকে অবশ্যই মুল্য দিতে হবে। কারন ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়। এ সময় পৌর স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মুরাদ বলেন , দলীয় সিদ্ধান্ত আসতে একটু দেরি হয়েছে, দেরিতে হলেও বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করায় আমরা খুশি। ঐ দিন বিকালের মধ্যেই মুরাদ হোসেন বিকুলের নামের দলীয় সকল প্রকার ব্যানার , ফেষ্টুন অপসারন করা হয়। বিদ্রোহী প্রার্থীকে অপসারণে আ”লগের প্রার্থী রায়হান উদ্দিন মিয়ার জন্য আর কোন পথের কাটা রইলনা এমনই মন্তব্য করলেন আওয়ামীলীগ ও এর অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।