নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০৮ সেপ্টেম্বর : মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় শরীফ শিকদার (৩২) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ মোটরসাইকেল চালক লাভলুকে (২১) আটক করেছে। তিনিও আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।নিহত শরীফ উপজেলার বোয়ালিয়া গ্রামের খইমুদ্দিনের ছেলে। পুলিশ জনায়, শরীফ মিতরা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এসময় সিংগাইরগামী একটি মোটরসাইকেল তাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আহতাবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি পেশায় অটোবাইক চালক। ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার এসআই আবুল হাশেম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এঘটনায় মোটরসাইকেলের চালক লাভলুকে আটক করা হয়েছে। তাকেও আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে একটি মামলার প্রস্তুতি চলছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।