মো. আমিরুজ্জামান, নীলফামারী ০৬ সেপ্টেম্বর: সৈয়দপুর- দিনাজপুর সড়কের চিরিরবন্দরের রাণীরবন্দরে বড়ভিটা নামক স্থানে গতকাল শনিবার ( ৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় যাত্রীবাহি দু’টি বাসের মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত ও কমপক্ষে ৫০জন যাত্রী আহত হয়েছে। নিহকরা হলেন রুবেল পরিবহনের হেলপার শিমুল (৩২) ও অপর হেলপার বাবু (১৮)। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওইস্থানে ঠাকুরগাঁওয়ের হরিপুর থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি যাত্রীবাহি বাস (রংপুর-ব-১১-০০১৬) ওইস্থানে পৌঁছলে একই দিকে আসা একটি রিক্সাভ্যানকে অভারটেক করার সময় দিনাজপুরগামী গেটলক রুবেল এন্টারপ্রাইজের সঙ্গে (রংপুর-ব-০৫-০০২৪) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বিআরটিসি বাসের চালক, মিনিবাসের হেলপারসহ কমপক্ষে অর্ধ শতাধিক যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে মোস্তাফিজুর রহমান (৩০), কাশেম আলী (২৫), মিন্টু (২৭), আব্দুল জলিল (৩২), মামুন (২২), জাহানারা বেগম (৩০), মাসুদা আক্তার (৩৫), আফিয়া রহমান (১২), রাবেয়া খাতুন (২৮), মিজানুর রহমান (৪৫), রশিদুল ইসলাম (৪০), মাহবুবুর রহমান (২৬) এর নাম জানা গেছে। আহতদের মধ্যে বিআরটিসি বাসের চালক, মিনিবাসের হেলপার এবং ২ জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় লোকজন তাৎক্ষিণকভাবে আহতদের উদ্ধার করে দিনাজপুর, সৈয়দপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকে মহাসড়কে পৌঁণে ২টা পর্যন্ত কোন যান চলাচল করেনি। ফলে যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়। দশমাইল হাইওয়ে পুলিশ সার্জন মো. সেলিম পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে সৈয়দপুর, দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি। সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার জাকির হোসেনের নের্তৃত্বে একদল কর্মী গাড়িগুলো রাস্তা থেকে অন্যত্র সরালে যান চলাচল স্বাভাবিক হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।