সকল মেনু

সৈয়দপুরে ইউএস বাংলাে উড়োজাহাজ দূর্ঘটনার কবলে

unnamed মো. আমিরুজ্জামান, নীলফামারী  ০৪ সেপ্টেম্বর: অবতণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে সৈয়দপুর বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ দূর্ঘটনার কবলে পড়ে।শুক্রবার সকাল পৌণে ৮ টায় ওই দুর্ঘটনাটি ঘটে। তবে বিমানের সকল যাত্রী অক্ষত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রাগুলো জানিয়েছে। বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানায়, সকালে ঢাকা থেকে ছেঢ়ে আসা ইউএসবাংলা এয়ারলাইন্সের বিমানটি ৭৪ জন যাত্রী পরিবহন করছিলো। সকাল ৭ টা ৪৫ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতণের সময় বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। বিমানটি নিচু জমিতে নেমে যায়। এ সময় প্রচন্ড ঝাুঁকিতে ওই বিমানের কমপক্ষে ১০ জন যাত্রী সামান্য আহত হন। ইউএসবাংলা এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার রাকিব মোস্তাকিম জানান, বিমানের পাশের জমিতে ছিটকে পড়ে এর সামনের চাকা পাশের জমিতে দেবে যায়। তবে বিমানের সকল যাত্রী অক্ষত রয়েছেন বলে জানান তিনি। এ সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানটি রানওয়ে থেকে নেমে যায়। পরে হেলিকপ্টারযোগে এক্সপার্ট আনা হয়। সেনাবাহিনী ও স্থানীয় দমকল বাহিনীর ৫ ঘন্টা প্রাণপন চেষ্টা বিমানটি উদ্ধার করা হয় বিকেল আড়াইটায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top