সকল মেনু

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

indexনিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০৩ সেপ্টেম্বর : বাগেরহাট পৌর শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সোহাগ শেখ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সোহাগ শেখ বাগেরহাট পৌর শহরের বাসাবাটি এলাকার আব্দুল হাকিম শেখের ছেলে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোজাম্মেল হক জানান, রাত সাড়ে ৮টার দিকে শহরের বাসাবাটি মন্দির এলাকায় দুর্বৃত্তরা ওই যুবকের পেটে ছুরি মেরে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়। সেখানে থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মুশফিকার শামস মেনন জানান, ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্ব জখম ওই যুবকের পেট অনেকখানি চিরে যায়। এছাড়া তার শরিরের বাম দিকে ঘাড় ও পায়ে একাধিক ধারালো অস্ত্রের আঘাত ছিলো। আশঙ্কা জনক অবস্থায় তাকে খুলনায় পাঠানো হয়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top