সকল মেনু

তালতলীতে বজ্রপাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

indexনিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ০১ সেপ্টেম্বর : বরগুনার তালতলী উপজেলায় বজ্রপাতে জাহিদুল ইসলাম (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার পূর্ব ঝাড়াখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সে ওই গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে ও পাশের আমতলী উপজেলার পশ্চিম চিলা আমিনিয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথমবর্ষের ছাত্র। জাহিদুলের বাবা ছিদ্দিকুর রহমান জানান, বিকেলে বাড়ির সামনে আমন ধানের ক্ষেতে কাজ করছিল জাহিদুল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তার শরীর ঝলসে যায়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top