সকল মেনু

মৃত ব্যক্তি দাফনের আগে জেগে উঠলো

1441027255নিজস্ব প্রতিবেদক,  হটনিউজ২৪বিডি.কম ৩১ আগস্ট : কবর খনন করা হলো, কাফনের কাপড়ও কেনা হলো, মাইকে প্রচার হলো সোমবার বিকালে জানাযা। এমন সময় হঠাৎ মৃত ব্যক্তি জেগে উঠলেন। ঘটনাটি পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামের। জানা গেছে, ওই গ্রামের মৃত বেলাল হোসেনের জ্যেষ্ঠ পুত্র গোলাম মোস্তফা (৬২) শুক্রবার স্ট্রোক করে গুরুতর অসুস্থ হন। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আনুষ্ঠানিকতা শেষে মৃতের স্বজনেরা মাইক্রোবাসে লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সকল প্রস্তুতি সম্পন্ন করে এলাকার লোকজন যখন লাশ দাফনের অপেক্ষা করছিলেন তখন খবর এলো মৃত ব্যক্তি জেগে উঠেছেন। ফলে তাকে আবার দ্রুত হাসপাতালে ফিরিয়ে নেয়া হয়। বিকাল পাঁচটায় রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে গোলাম মোস্তফা রাজশাহী মেডিক্যালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। গোলাম মোস্তফার ছোট ভাই শহিদুল ইসলাম মাস্টার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top