সকল মেনু

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ, ২ আসামির জামিন নামঞ্জুর

imagesনিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ৩০ আগস্ট : মাগুরা শহরের দুয়ারপাড় এলাকায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনার মামলায় ২ জন আসামি ইলিয়াস ও সোহেল রানা আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করে। রোববার দুপুরে সিনিয়র ডিভিশন মেজিস্ট্রেট ইমতিয়াজুল ইসলামের আদালতে হাজির হয়ে তারা এই আবেদন করে। শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে তাদের প্রেরণের আদেশ দেয়। গত ২৩ জুলাই মাগুরা শহরে দুয়ারপাড় এলাকায় ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষের সময় আবদুল মুমিন নামে এক ব্যক্তি নিহত হন। একই সঙ্গে অন্তঃসত্ত্বা নাজমা বেগম গুলিবিদ্ধ হন।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top