নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৯ আগস্ট : পিরোজপুরের কাউখালীতে রাতের খাবার খেয়ে খাদ্যে বিষ ক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে একই পরিবারের ৮ সদস্য। এরা হলো- আ.মালেক দর্জি (৮৪), পিয়ারা বেগম (৩৫), মনোয়ারা বেগম (৬৫), মনিরুজ্জামান (৩৫), বেলায়েত (৪৫), উর্মি (২৫), শহীদ (৩০) এবং বাড়ির কাঠমিস্ত্রী সুভাষ চন্দ্র (৪০)। জানা গেছে, উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ব বেতকা গ্রামের দর্জি বাড়ির বাসিন্দা এ পরিবারটি গত শুক্রবার রাতে ভাত খেয়ে ঘুমানোর প্রস্তুতি নেবার সময় রাত সাড়ে ১০ টার দিকে পরিবারের এক সদস্য হঠাৎ বাড়ির পার্শ্বে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে চিকিৎসা দেবার সময় বাড়ির অন্য সদস্যরা অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে ১১টার দিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে। তার আত্বীয়রা জানায়, তাদের ধারনা বড়ির মালামাল চুরি করার জন্য ভাতের সাথে জ্ঞান হারানোর কেমিক্যাল মিশিয়ে দিতে পারে কেউ। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ছিদ্দিকুর রহমান জানান, খাদ্যে বিষক্রিয়া হলে বমি ও পাতলা পায়খানা হতো। কিন্ত এদের সেগুলি নেই। তিনিও ঘুমের ওষুধ বা কোন কেমিকেল মেশানোর আশঙ্কা করেছেন। তবে এখনও কয়েকজন তারা বিপদ মুক্ত নয় বলে জানিয়েছেন।
হটনিউজ২৪বিডি.কম/এআর
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।