সকল মেনু

নাজমুলরূপী নাজমার সহায়তায় প্রশাসন

Nazmul1440509292নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৬ আগস্ট : বাগেরহাটের শরণখোলায় নাজমুলরূপী নাজমার সহায়তায় এগিয়ে এসেছে উপজেলা প্রশাসন। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অতুল মণ্ডল বুধবার দুপুরে হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন নাজমা ও তার নবজাতকের খোঁজখবর নেন। এ সময় তিনি তাদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তিনি বলেন, নাজমা ও তার নবজাতক সন্তানের উন্নত চিকিৎসাসহ বাসস্থানের জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়া তাদের সামাজিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সার্বিক সহযোগিতা করা হবে। তিনি আরো বলেন, ইতিমধ্যে এনজিও প্রতিনিধি ও বিত্তশালীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নাজমার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান খান মতিয়ার রহমান বলেন, ‘প্রায় দেড় বছর আগে স্থানীয়রা একবার তাকে প্যান্ট-শার্ট পরা অবস্থায় আমার কাছে নিয়ে আসে। তখন সে দরিদ্রতার কারণে জীবিকা নির্বাহের জন্য এমন পোশাক পরে রিকশাভ্যান চালায় বলে দাবি করে। বিষয়টি জানার পর আমি নাজমার ব্যক্তিস্বাধীনতার ওপর কাউকে হস্তক্ষেপ না করার জন্য তাদের আহ্বান জানাই। দীর্ঘদিন ধরে সার্বক্ষণিক পুরুষ ছদ্মবেশের কারণে এলাকার বেশিরভাগ মানুষ নাজমাকে ছেলে বলেই জানত। বর্তমানে যে ঘটনাটি ঘটেছে তা খুবই দুঃখজনক।’ শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন বলেন, ‘নাজমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার বর্ণনা শুনে মনে হয়েছে, সামাজিক ও মানবিকতার এক চরম অবক্ষয় ঘটেছে। অভাব, দরিদ্রতার মাঝে সামাজিক নিরাপত্তার জন্য পুরুষের ছদ্মবেশে থাকত নাজমা। কিন্তু তাতেও লম্পটদের লালসার হাত থেকে রেহাই পায়নি সে।’ শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার সমাদ্দার জানান, বর্তমানে কিশোরী মা নাজমা ও তার সন্তান সুস্থ আছে। হাসপাতালে তার সুচিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা করা হয়েছে। সামজিকতা ও লোকলজ্জার কারণে এখনো হাসপাতালে নাজমার পরিবারের কেউ আসেনি। মানসিকভাবে ভেঙে পড়া নাজমার অবস্থা আগের চেয়ে বেশ ভালো বলেও দাবি করেন তিনি। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, কেউ যেন নাজমার ওপর প্রভাব বিস্তার করতে না পারে, এজন্য তাকে সার্বিক নিরাপত্তা দেয়া হচ্ছে। তার নিরাপত্তার জন্য হাসপাতালে সার্বক্ষণিক এক নারী পুলিশ কনেস্টবেলসহ দুজন পুলিশ সদস্য নিয়োজিত রয়েছেন। উল্লেখ, মঙ্গলবার ভোররাতে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কন্যাসন্তানের জন্ম দেন কিশোরী নাজমা বেগম। দীর্ঘদিন ধরে এলাকায় পুরুষ বেশে চলা নাজমুলরূপী নাজমার মা হওয়ার খবরে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top