নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২৪ আগস্ট : নাটোরের বড়াইগ্রামে পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সোমবার দুপুরে উপজেলার ১২নং ব্রিজ এবং আগ্রাণ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো- সাতক্ষীরার হাজিপুর গ্রামের সমির উদ্দিনের ছেলে মহিউদ্দিন(৪০), মধুবালা ডাংগী গ্রামের নূর আলী গাজির ছেলে আমিনুল ইসলাম(২৮) ও জামসেদ গাজির ছেলে নূর আলম (২৭) এবং রাজশাহীর গোদাগাড়ী থানাধীন চর আসেরাদহ আমতলা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে সোবহান আলী(৪০)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১২নং ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মহিউদ্দিন, আমিনুল ও নূর আলমকে আটক করা হয়। এদিকে, আগ্রাণ এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ২০ গ্রাম হেরোইনসহ সোবহান আলীকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হয় বলে জানান এসআই।
হটনিউজ২৪বিডি.কম/এআর
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।