সকল মেনু

মানিকগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

1433667815নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম ২২ আগস্ট : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় সালেহা বেগম (৫২) নামে এক নারী নিহত হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার চাচিতারা গ্রামে সাটুরিয়া-নাগরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালেহা চাচিতারা গ্রামের আব্দুল বাছেদের স্ত্রী। নিহতের ভাতিজা শাহীন জানান, তার চাচী শনিবার বিকেলে বাড়ির পাশে সাটুরিয়া-নাগরপুর আঞ্চলিক সড়কের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মানিকগঞ্জগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
হটনিউজ২৪বিডি.কম/এআর

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top